ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে অধ্যক্ষের কাছে চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন

বরিশালের মেহেন্দিগঞ্জে উপজেলের ভাষানচর বিদ্যানন্দপুর মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আক্তার হোসেনের কাছে চাঁদা দাবির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

আজ বুধবার (২৮ অগাস্ট) প্রতিষ্ঠানটি সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, ভাষানচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদরুল আলম বাদল এর নেতৃত্বে গত কয়েকদিন আগে ভাষানচর বিদ্যানন্দপুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখতার হোসেনের কাছে চাঁদা দাবি করা হয়। এ সময় তাঁকে নানাভাবে হেনস্ত করা হয়।

এর প্রতিবাদে ভাষানচর বিদ্যানন্দপুর মহাবিদ্যালয়ের প্রাক্তন, বর্তমান ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

সংবাদটি শেয়ার করুন