ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থনৈতিক মন্দার রেকর্ড গড়েছে ২০১৯

বৃহস্পতিবার জাতিসংঘ বৈশ্বিক অর্থনীতির বিষয়ে এক তথ্য প্রকাশ করে। সেই তথ্যনুযায়ী ২০১৯ সালে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি ছিল ২.৩ শতাংশ যা গত এক দশকের সর্বনিম্ন। বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য নিয়ে ঝামেলা ও বিনিয়োগে মন্দার কারণে এ অবস্থা তৈরি হয়েছে।

কিন্তু চলতি বছর বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি হার বেড়ে হতে পারে ২.৫ শতাংশ ও ২০২১ সাল নাগাদ বেড়ে হতে পারে ২.৭ শতাংশ।

জাতিসংঘ সতর্ক করে দেওয়ার উদ্দেশ্যে আরো বলেন, যদি হঠাৎ বাণিজ্যিক, অর্থিনৈতিক কিংবা ভূরাজনৈতিক অস্থিরতা বেড়ে গেলে এ অর্থনৈতিক মন্দা আরও তীব্র আকার ধারণ করতে পারে। সে ক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি হার নেমে ১.৮ শতাংশ হয়ে যেতে পারে।

এ মন্দা বাধা হয়ে দাঁড়াতে পারে দারিদ্র্য দূরীকরণ, জীবনমান উন্নয়ন ও পর্যাপ্ত পরিমাণে ভালো চাকরির সুযোগ তৈরিতে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন