ঢাকা | মঙ্গলবার
৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক ১৮ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৪১ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

সাবেক ১৮ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৪১ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

দুর্নীতি দমন কমিশন (দুদক) আওয়ামী লীগের সাবেক ১৮ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ২৩ সংসদ সদস্যসহ মোট ৪১ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

দুদকের অনুসন্ধানে যারা- সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক ত্রাণমন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক সমাজকল্যা্ণ মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, সাবেক নৌ মন্ত্রী শাহজান খান, সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এছাড়া সাবেক বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী,সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান।

এদিকে সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন- ঢাকা-২০ বেনজির আহমেদ, কুষ্টিয়া-১ এ কে এম সারোয়ার জাহান, বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ, নাটোর-১ শহিদুল ইসলাম বকুল, যশোর-১ শেখ আফিল উদ্দিন, নাটোর-৩ ছলিম উদ্দিন তরফদার, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, রাজশাহী-৪ এনামুল হক, নোয়াখালী-৩ মামুনুর রশিদ কিরন, খাগড়াছড়ি কুজেন্দ্র লাল ত্রিপুরা, গাজীপুর- ৫ মেহের আফরোজ চুমকি, ময়মনসিংহ- ১১ কাজিম উদ্দিন, যশোর-৫ স্বপন ভট্টাচার্য, পটুয়াখালী-২ আনোয়ার হোসেন মন্জু, মাদারীপুর- ১ নূরে আলম চৌধুরী, জয়পুরহাট-২ আবু সাইদ আল মাহমুদ স্বপন, বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দিন, ঢাকা-২ কামরুল ইসলাম, কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, চাপাইনবাবগঞ্জ-২ জিয়াউল রহমান।

সংবাদটি শেয়ার করুন