সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়ার পর হাইকোর্ট বিভাগের ৭ বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হচ্ছে।
শনিবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে।
দেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ছয় বিচারপতি আজ সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এই ৫ বিচারপতি হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।
জানা গেছে, বিচারপতিদের পদত্যাগের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শূন্যতা পূরণে নিয়োগ পাচ্ছেন সাত বিচারপতি ।
এ নিয়োগ প্রকৃয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন- বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি একে এম আসাদুজ্জামান, জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. আতাউর রহমান খান, বিচারপতি সৈয়দ মো. জিয়াউল কবির, বিচারপতি শেখ আব্দুল আওয়াল ও বিচারপতি মামনুন রহমান।