বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান সফরের নতুন সূচি প্রকাশ করল বিসিবি

পাকিস্তান সফরের নতুন সূচি প্রকাশ করল বিসিবি

বাংলাদেশ ‌‘এ’ দলের গত ৬ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। তবে দেশ জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে পরিস্থিতি অস্বাভাবিক ছিল। যার কারণে নির্দিষ্ট সময়ে যেতে পারেননি ক্রিকেটাররা।

বুধবার (০৭ আগস্ট) বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ঘোষিত নতুন সূচি অনুযায়ী, আগামী ১০ আগস্ট পাকিস্তানে যাবে বাংলাদেশ ‘এ’ দল। দুইদিন অনুশীলন করার পর ১৩ আগস্ট প্রথম আনঅফিশিয়াল টেস্ট খেলতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামবেন মুশফিকুর রহিমরা। এরপর ২০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

এছাড়া, দুই টেস্টের সিরিজ শেষে আগামী ২৬ আগস্ট তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। একদিন অনুশীলনের পর ২৮ আগস্ট দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের শেষ ম্যাচটি হবে ৩০ আগস্ট। সবকটি ম্যাচই হবে ইসলামাবাদে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সাকিব

সংবাদটি শেয়ার করুন