ঢাকা | বৃহস্পতিবার
২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৫টি ব্যবসায়িক উদ্যোগকে ৪০ লক্ষ টাকা দিলো বিওয়াইএলসি

সম্প্রতি রাজধানীতে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তরুণদের নিয়ে বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার (বিওয়াইএলসি) আয়োজিত ইয়ুথ এন্টারপ্রেনারশিপ চ্যালেঞ্জের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে পাঁচটি বিজয়ী দলকে সীড ফান্ডিং হিসেবে ৮,০০,০০০ টাকা করে মোট ৪০,০০,০০০ টাকা প্রদান করা হয়।

ইয়ুথ এন্টারপ্রেনারশিপ চ্যালেঞ্জ মূলত বিওয়াইএলসির উদ্যোক্তা উন্নয়ন শাখার একটি উদ্যোগ। এই চ্যালেঞ্জের প্রধান উদ্দেশ্য হচ্ছে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী ব্যাবসায়িক ধারনা বাস্তনায়নে সহযোগিতা করা। চ্যালেঞ্জের প্রাথমিক পর্যায়ে সারা বাংলাদেশ থেকে প্রায় ৫ শতাধিক ব্যবসায়িক ধারণা আসলেও পরবর্তীতে এখান থেকে ১৬টি দলকে বাছাই করা হয়। সেখান থেকে বিশেষজ্ঞদের সমন্বয়ে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা রয়েছে এমন ৫টি দলকে বিজয়ী ঘোষনা করে বিওয়াইএলসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানান, “বিওয়াইএলসি ভেঞ্চারস একটি সময়োচিত উদ্যোগ যা পরবর্তী প্রজন্মের উদ্যোক্তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় প্রশিক্ষন ও বিনিয়োগ প্রদান করছে যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার কানবার হোসেন-বোর জানান, “তরুন উদ্যোক্তাদের বর্তমান পরিবেশে ব্যবসায়িক সাফল্য লাভের জন্য শুধুমাত্র মূলধনই যথেষ্ট নয়। এই প্রোগ্রামের মাধ্যমে বিজয়ী দলগুলো বাস্তব দক্ষতা শিখবে যা তাদের টেকসই হতে এবং তাদের ব্যবসায়ের মাধ্যমে অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করতে সহায়তা করবে।”

কর্মসংস্থানের জন্য বাংলাদেশি যুবকদের কেবলমাত্র চাকুরির উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। প্রযুক্তি নির্ভর দ্রুত অগ্রগতির এই যুগে তরুণদের উচিত চাকরীর পাশাপাশি নিজস্ব কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মানুষের জন্য ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শাহীন আনাম এ কথা জানান।

বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা সভাপতি ইজাজ আহমেদ জানান, গত দশ বছর যাবত বাংলাদেশের উদীয়মান তরুণদের নিয়ে কাজ করছে বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার। এছাড়া বিওয়াইএলসি ভেঞ্চারস একটি নতুন উদ্যোগ, যা সম্ভাবনাময় তরুন উদ্যোক্তা তৈরিতে কাজ করবে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন