ঢাকা | বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রামপুরায় ছাত্রলীগ নেতা স্বচ্ছের ওপর হামলা

রাজধানীর রামপুরায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেজবাউল ফেরদৌস স্বচ্ছ-এর ওপর হামলার অভিযোগ উঠেছে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে, রামপুরা কাঁচাবাজার এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাসার উদ্দেশে রওনা হন মেজবাউল ফেরদৌস। তার সঙ্গে ছিলেন ছাত্রলীগ কর্মী মিরাজসহ আরও কয়েকজন। মেরুল বাড্ডার দিকে যাওয়ার সময় রামপুরা কাঁচাবাজার মোড়ে একদল আন্দোলনকারী তার গতিরোধ করে। একপর্যায়ে ধাক্কাধাক্কি এবং মারধরের চেষ্টা করে তারা। তবে স্বচ্ছ দ্রুত এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যান।

এ বিষয়ে ছাত্রলীগ কর্মীরা জানান, হামলাকারীরা ‘কোটা আন্দোলনের’ সঙ্গে সম্পৃক্ত ছিল এবং তারা আগে থেকেই অবস্থান নিয়ে স্বচ্ছের ওপর নজর রাখছিল।

ঘটনার সময় কোটা সংস্কার আন্দোলন তুঙ্গে ছিল। দেশের বিভিন্ন স্থানে সরকারি নিয়োগে কোটা সংস্কার এবং চাকরি পরীক্ষার পদ্ধতি নিয়ে ছাত্রদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশে আন্দোলনের তীব্রতা বেশি দেখা যায়।

মেজবাউল ফেরদৌস স্বচ্ছ ছাত্রলীগের পক্ষ থেকে শুরু থেকেই কোটা আন্দোলনের বিরোধিতা করছিলেন এবং আন্দোলনের বিরুদ্ধে সংগঠনের অবস্থান তুলে ধরতেন মাঠপর্যায়ে।

ছাত্রলীগের একাধিক নেতা এই ঘটনাকে পরিকল্পিত হামলা হিসেবে দেখছেন। তারা বলছেন, স্বচ্ছ যেহেতু কোটা সংস্কার বিরোধী অবস্থানে ছিলেন এবং মাঠে সক্রিয় ছিলেন, তাই উদ্দেশ্যমূলকভাবেই তার ওপর হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এক সূত্র।

সংবাদটি শেয়ার করুন