স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও অন্যান্য বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিহতদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।
এছাড়াও তিনি বলেন, নিহতদের সংখ্যার ব্যাপারে নিশ্চিত হতে যাচাইবাছাই চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিহতদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ বা অন্য পেশার মানুষ রয়েছে তা নির্ধারণের প্রক্রিয়া চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে দেশ-বিদেশে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কখনো বলা হচ্ছে ৫০০, কখনো বলা হচ্ছে ১ হাজার। সে জন্য সরকারের কাছে যে হিসাব ছিল, সেটি দেওয়া হলো। বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা থেকে নিহতের এ সংখ্যা পাওয়া গেছে। নিহতদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগ নেতা-কর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে।
এসময় মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে তা বলা যাচ্ছে না। তালিকা তৈরি করা হচ্ছে। সেখানে আহত কেউ মারা গেলে তালিকায় যুক্ত হবে।