ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কোটাবিরোধীদের হুঁশিয়ারি, মহাখালীতে ছাত্রলীগের শক্তি প্রদর্শন

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেজবাউল ফেরদৌস স্বচ্ছ। শনিবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর মহাখালী এলাকায় তার নেতৃত্বে ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল ও শক্তি প্রদর্শন অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালী ডিওএইচএস গেট থেকে শুরু করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন। এ সময় তারা কোটাবিরোধী আন্দোলনের বিরুদ্ধে স্লোগান দেন এবং “সংবিধানবিরোধী অপচেষ্টার জবাব রাজপথেই দেওয়া হবে” বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ছাত্রলীগ নেতা মেজবাউল ফেরদৌস স্বচ্ছ বলেন, কোটার নামে যারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে, ইতিহাস বিকৃত করছে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা রাষ্ট্রের মৌলিক কাঠামো রক্ষা করব, প্রয়োজনে রাজপথে থেকে তাদের প্রতিহত করব।

তিনি আরো বলেন, এই আন্দোলনের নামে একটি গোষ্ঠী ছাত্র সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অথচ বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল প্রান্তিক ও পেছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুযোগ দেওয়া। সেই নীতিকে আঘাত করার যেকোনো অপচেষ্টা বরদাস্ত করা হবে না।”

মিছিলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ, তিতুমীর কলেজ, বিএফডিসি ও আশপাশের এলাকার ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন। এ সময় এলাকার ট্রাফিকে কিছুটা ধীরগতি সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কার চেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আন্দোলন চলমান রয়েছে। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে দাবি করছে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলগ।

সংবাদটি শেয়ার করুন