জয়পুরহাটে চলমান কোটা আন্দোলন পরিস্থিতিতে প্রায় বেকার হয়ে পড়া সদর উপজেলার ৩০০জন দরিদ্র মোটর শ্রমিক, অটোরিকশা ও ভ্যানচালকের মাঝে ১৫কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর নির্দেশে তার কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে প্রাপ্ত ৪হাজার ৫০০কেজি চাল জয়পুরহাট উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে উল্লেখিত পরিবহন শ্রমিকদের মাঝে এ চাল বিতরণ করা হয়।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে- জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান মিঠু, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল মামুন, মটর শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।