ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ব্রডব্যান্ড ইন্টারনেটেও ধীরগতি

এবার ব্রডব্যান্ড ইন্টারনেটেও ধীরগতি

মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সঞ্চালন লাইন। এর ফলে ডেটা সেন্টার এবং আইআইজি থেকে প্রয়োজনীয় ব্যান্ডউইথ পাচ্ছে না আইএসপিগুলো।

বৃহস্পতিবার (১৮ জুলাই) এ কারণে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটেও ধীরগতি পাচ্ছেন গ্রাহকরা।

এ বিষয়ে গণমাধ্যমে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেন, মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুনের ঘটনায় ডেটা সেন্টার এবং আইআইজি থেকে প্রয়োজনীয় ব্যান্ডউইথ পাচ্ছে না আইএসপিগুলো।

তিনি বলেন, ৩ হাজার জিবিপিএস চাহিদার বিপরীতে এ মুহূর্তে ৩০ শতাংশ অর্থাৎ ৯০০ জিবিপিএস ব্যান্ডউইথ ঘাটতি রয়েছে। ফলে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটেও ধীরগতি পাচ্ছেন গ্রাহকরা। নতুন ক্যাবল প্রতিস্থাপন করে পরিস্থিতি স্বাভাবিক হতে আগামীকাল (শুক্রবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও আগুন দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা।

সংবাদটি শেয়ার করুন