ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ, ২প্লাটুন বিজিবি মোতায়েন

জয়পুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ, ২প্লাটুন বিজিবি মোতায়েন

জয়পুরহাটে পুলিশের ব্যারিকেট ভেঙে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, ইট পাটকেল নিক্ষেপ ও সড়ক অবরোধ অবরোধের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সহ অন্তত ১৪/১৫ জন আহত হয়েছে।

এ অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করেছে প্রশাসন।

জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় এর সামনে থেকে পুলিশের ব্যারিকেট ভেঙে কোটা আন্দোলনের পক্ষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। বিভিন্ন স্লোগান সহ মিছিলটি শহরের প্রধান সড়কের টিঅ্যান্ডটি মোড় ঘুরে জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ চত্বরে সামনে গেলে পুলিশের সাথে ধাওয়া -পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পুলিশ, সাংবাদিক সহ অন্তত: ১৪/১৫ জন আহত হয়। এ সময় ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের রেলগেট এলাকায় অবস্থান নেয় এবং দুপুর সাড়ে ১২টা দিকে তারা (শিক্ষার্থীরা) তাদের অবস্থান থেকে সরে যায়। এদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই(২) প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন