ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কোটা আন্দোলন: রাজধানীতে আরও একজন নিহত

কোটা আন্দোলন রাজধানীতে আরও একজন নিহত

রাজধানীতে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে নিউমার্কেট এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির নিহতের ঘটনার পর আরও এক ব্যক্তির নিহতের খবর পাওয়া গেছে। তবে তার নাম ও পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৬ জুলাই) ধানমন্ডি পপুলার হাসপাতাল থেকে এই যুবককে নিয়ে এসে ঢাকা মেডিকেল কলেজে রেখেছে অ্যাম্বুলেন্স চালক। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

রাজধানীর নিউমার্কেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন এক পথচারী। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার কানের নিচে ও মুখের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন