ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত

“মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান।নেশা মুক্ত জীবন চাই, নিকোটিন মুক্ত বাতাস চাই।”- এ প্রতিপাদ্যে জয়পুরহাটে মাদকমুক্ত নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে- মাদকবিরোধী কিশোর-কিশোরী সমাবেশ, কুইজ প্রতিযোগিতা ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায়- শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রফিকুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম সোলায়মান আলী।

এ কনসার্টে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী (মঞ্চে উঠে) সহ জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন