ইউনিয়ন ভূমি অফিস নিয়ে সাধারণ মানুষের অভিযোগ পুরনো। ইউনিয়ন ভূমি সহকারী/উপসহকারীরা(তহশিলদার) দীর্ঘদিন এক স্থানে কর্মরত থাকলে এই অভিযোগের পাল্লা আরও ভারী হয়। গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং পেতে নানান অনৈতিক পন্থার অভিযোগও মাঝে মাঝে উঠে। দেশের বিভিন্ন জায়গায় এমন অবস্থা যখন বিরাজ করছে তখন লটারির মাধ্যমে বদলি করে স্বচ্ছতার নজীর স্থাপন জয়পুরহাট ডিসি সালেহীন তানভীর গাজী।
জয়পুরহাট জেলা প্রশাসন একই কর্মস্থলে তিন বছরের উর্ধ্বে পদায়িত আছেন এমন ১৮ (আঠারো) জন ইউনিয়ন ভূমি সহকারী/উপসহকারী কর্মকর্তাদের প্রকাশ্যে লটারি করে সম্প্রতি পোস্টিং দিয়েছেন।
এ বিষয়ে জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, ‘আমরা জনগনের সেবক। আমাদের সবসময় চেষ্টা থাকে যাতে সাধারণ মানুষ তার সেবাটা পরিপূর্ণ পায়। সেবা নিতে যাতে হয়রানির শিকার না হতে হয়। মানুষ যাতে তাদের সেবা শতভাগ পায় সে জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে।’
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী আরো বলেন, ‘দক্ষতা, জনগণের প্রতি সেবা প্রদানের মানসিকতা এসবের ভিত্তিতে মানুষের মতামত নিয়ে প্রকাশ্যে লটারি করে নানা তদবির উপেক্ষা করে স্বচ্ছতার সাথে বদলি করা হয়েছে।’
সংশ্লিষ্টগণ মনে করেন, জয়পুরহাট ভূমি রাজস্ব প্রশাসনে এরুপ বদলি একটি নজীর। এতে ভূমি অফিসের কাজে অধিদপ্তর স্বচ্ছতা আসবে।