বাংলাদেশে ‘ওয়ান ট্রি ফোর মাদার’ ক্যাম্পেইন শুরু করেছে ভারতীয় হাইকমিশন। রোববার (৩০ জুন) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা যৌথভাবে ঢাকার চ্যান্সারি প্রাঙ্গণে একটি চারা রোপণের মাধ্যমে এই অভিযানের সূচনা করেন।
এসময় ভারতীয় হাইকমিশনার বলেন যে ‘একটি গাছ ফোর মা’ প্রচারাভিযানের সূচনাটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাধ্যমে অনুপ্রাণিত হয়েছিল যিনি বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ এ নতুন দিল্লিতে ‘এক পেদ মা কে নাম’ ক্যাম্পেইন চালু করেছিলেন। প্রণয় ভার্মা বলেছিলেন যে এই প্রচারাভিযানের অধীনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী দিনে একটি গাছ রোপণ করার জন্য ভারতে এবং সারা বিশ্বে সবাইকে আহ্বান জানিয়েছেন। ভার্মা আরো বলেন, এটি বৃক্ষরোপণের জন্য একটি ব্যাপক প্রচারাভিযান, প্রকৃতপক্ষে এটি ভারতের উন্নয়ন দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ যা পরিবেশ সংরক্ষণের উপর রয়েছে। “ভারতে, ‘ন্যাশনাল গ্রিন ইন্ডিয়া মিশনের’ মাধ্যমে, আমরা গত ১০ বছরে ২১০০০ বর্গ কিলোমিটারের বেশি বনভূমি যুক্ত করেছি”, হাই কমিশনার বলেন। সাবের হোসেন চৌধুরী পরিবেশ সংরক্ষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। তিনি আরও বলেন, বাংলাদেশও চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ৮৩ মিলিয়ন বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে।