ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ধূমপান ও তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

জয়পুরহাটে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

প্রশিক্ষণের শুরুতে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা ‘ এবং ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল’ সম্পর্কে দুটি পৃথক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
পরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও তামাকমুক্ত করণে সম্ভাব্য করণীয় বিষয়ে- গ্রুপ ফর্মেশন, গ্রুপ ওয়ার্ক ও তা উপস্থাপন এবং উপস্থাপিত বিষয়ের ওপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)মহিউদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুহুল আমিন ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মোঃ আব্দুল হাকিম মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাব সভাপতি মোস্তাকিম ফাররোখ, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু , নারীনেত্রী মাহবুবা বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন