গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ২১ হাজার শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংস্থা সেইভ দ্য চিলড্রেন।
সোমবার (২৪ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি বলেছে, অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে, অনেককে গণকরব দেয়া হয়েছে। এছাড়া অনেককে ইসরায়েল বাহিনী ধরে নিয়ে হত্যা করেছে। খবর আল জাজিরা
এছাড়াও সংগঠনটি বলছেন, গাজায় বর্তমান পরিস্থিতির কারণে তথ্য সংগ্রহ ও যাচাই অসম্ভব হয়ে পড়েছে। তবে ধারণা করা হচ্ছে ১৭ হাজার শিশু স্বজনদের ছাড়াই বসবাস করছে এবং ৪ হাজার শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। যাদেরকে খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ১৪ হাজার শিশু প্রাণ হারিয়েছে এবং অনেক শিশু প্রচণ্ড পুষ্টিহীনতায় ভুগছে। এমনকী তাদের কান্না করার মতো শক্তিটুকু নেই। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে।
সেইভ দ্য চিলড্রেন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে চালানো হামলায় ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। যাদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা করে। যার মধ্যে ৩৩ জন শিশুও ছিল। গাজায় নিখোঁজ শিশুদের অবস্থা জানতে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যে সেইভ দ্য চিলড্রেনের আঞ্চলিক পরিচালক জেরেমি স্টোনার।