ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দাবি আদায়ে সড়কে পোশাক শ্রমিকেরা

রাজধানীর শ্যামলীতে দাবি আদায়ের চেষ্টায় সড়ক অবরোধ করে রেখেছে ডায়নামিক ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে কল্যাণপুর ও শ্যামলীর মাঝামাঝি এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন তারা। এতে রাস্তার দুই পাশে বন্ধ থাকে যান চলাচল।

আদাবরের রিং রোড এলাকার এই কারখানার শ্রমিকদের অভিযোগ, ওই প্রতিষ্ঠান তাদের তিন মাসের বেতন ঝুলিয়ে রেখেছে। নতুন বছরে ইনক্রিমেন্টও দেয়নি। সেই সঙ্গে ছাঁটাইয়ের হুমকি দেয়া হচ্ছে।

এমতাবস্থায় বকেয়া বেতন আদায়ে মালিকপক্ষকে বাধ্য করতেই সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা।

আরও পড়ুন:চলতি বছরে রপ্তানি কমে যাওয়ায় বন্ধ ৬৯ গার্মেন্টস

এদিকে সড়ক অবরোধের ফলে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। একদিকে যানজট আমিনবাজার পর্যন্ত চলে গেছে আর অন্যদিকে নিউমার্কেট পর্যন্ত।

শেরে বাংলা নগর থানার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, এ কারখানার দু’জন মালিককেই ডাকা হয়েছে। পাশাপাশি বিজিএমইএ-এর একটি প্রতিনিধি দলও আসছে বৈঠকের জন্য।

 

আনন্দবাজার/তাঅ 

সংবাদটি শেয়ার করুন