ঢাকা | বৃহস্পতিবার
১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ট্রেনে করে ঢাকা যাচ্ছে ৪০০ গরু!

এবার ট্রেনে করে ঢাকা যাচ্ছে ৪০০ গরু!

কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও কোরবানির পশু নিয়ে জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে ২৫টি ওয়াগনে (বগি) ৪০০টি পশু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ক্যাটল স্পেশাল ট্রেন।

বুধবার (১২ জুন) সন্ধ্যায় ট্রেনটি ইসলামপুর বাজার স্টেশন থেকে ছেড়ে যায়। ইসলামপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

স্টেশন মাস্টার জানান, সন্ধ্যায় প্রথম চালান ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। রাতে একই স্টেশন থেকে ছেড়ে যাবে আরও একটি ট্রেন। সেখানেও ২৫টি ওয়াগনে ১৬টি করে মোট ৪০০টি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বৃহস্পতিবার (১৩ জুন) আরও একটি ক্যাটল ট্রেন ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবার প্রতি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা।

এ বিষয়ে স্টেশন মাস্টার বলেন, ভোগান্তি ছাড়া ও কম খরচে ট্রেনে পশু পরিবহনে খুশি ব্যবসায়ী ও খামারিরা। তাই প্রতিবছরই এ সেবা চালু রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন