ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ভূমি সেবা সপ্তাহ শুরু

জয়পুরহাটে ভূমি সেবা সপ্তাহ শুরু

‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ ।- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে আজ থেকে নানা কর্মসূচিতে ভূমি সেবা সপ্তাহ- ২০১৪ শুরু হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন এর উদ্যোগে- শনিবার সকাল ১১টায় শহরের মোহাম্মদ মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তন চত্বরে-আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এবং রঙ বেরঙের বেলুন ও শ্বেত কপোত (পায়রা) উড়িয়ে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহীউদ্দিন জাহাঙ্গীর।

পরে এ উপলক্ষে মোহাম্মদ মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে- জনসচেতনতা মূলক এক সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সবুর আলীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহীউদ্দিন জাহাঙ্গীর ।

বিশেষ অতিথি ছিলেন- জেলা মুক্তিযুদ্ধ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- সদরের সহকারি কমিশনার (ভূমি) আবিদা সিফাত ও রেভিনিউ ডেপুটি কালেক্টর মিজানুর রহমান এর পর অনলাইন (ডিজিটাল) ভূমি ব্যবস্থাপনার কার্যক্রম এর ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন (ভিডিও) উপস্থাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন