জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা ইউনিসেফের নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার জাতিসংঘ সদরদপ্তরে ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি করা হয়।
এই নির্বাচনের মধ্যদিয়ে কৌশলগত দিকনির্দেশনা দিয়ে বাংলাদেশ জাতিসংঘে আরো বেশি অবদান রাখতে পারবে বলে জাতিসংঘের একটি প্রেস রিলিজে বলা হয়।
এর আগে বাংলাদেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রতিনিধি হিসেবে ২০২০-২০২১ সালের জন্য নির্বাহী বোর্ডে নির্বাচিত হয়।
সূত্র – দ্য ডেইলি স্টার
আনন্দবাজার/জায়েদ