প্রবল ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলে আঘাত হানতে শুরু করেছে। আজ সন্ধ্যা সোয়া ৬টায় এটি বাংলাদেশের মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ)-পটুয়াখালীর খেপুপাড়া সমুদ্র উপকূলে আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর সূত্র।
এ ব্যাপারে আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশীদ বলেন, রেমাল সন্ধ্যা ৬টায় আঘাত হানতে শুরু করেছে। এটি রাত ১২ পর্যন্ত বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।
সকাল ৬টায় ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘর্ণিঝড়ে পরিণত হয় রেমাল। সকালেই পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে।
কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলোও ৯ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে।
আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড়টির সামনের অংশ ও বায়ুচাপ পার্থক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুটের বেশি জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।