ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার মেট্রোরেল চালানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: এমএএন সিদ্দিক

শুক্রবার মেট্রোরেল চালানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি এমএএন সিদ্দিক

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি কর্তৃপক্ষ শুক্রবার মেট্রোরেল চালানো হবে কিনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি।

মঙ্গলবার (১৪ মে) এ বিষয়ে গণমাধ্যমে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এমএন সিদ্দিক নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিক আওয়ারে ট্রেনের সংখ্যা বাড়ানোর ব্যাপারে কাজ চলছে।

সম্প্রতি কিছু গণমাধ্যমের খবরে বলা হয়, মেট্রোরেল কর্তৃপক্ষ শুক্রবারও ট্রেন পরিচালনা করতে যাচ্ছে।

আমরা এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি উল্লেখ করে এমএএন সিদ্দিক বলেন, আমাদের বর্তমান লক্ষ্য পিক আওয়ারে হেডওয়ে (একই গন্তব্যে দুই ট্রেনের মধ্যবর্তী সময়) সময় আট মিনিট থেকে কমিয়ে পাঁচ মিনিট করা।

এছাড়া, বিষয়ে পরামর্শক ও কারিগরি দল কাজ করছে এবং আগামী ১৯ মে তারা প্রতিবেদন দেবেন। প্রতিবেদন পাওয়ার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন