ফিফা র্যাংকিংয়ে ২.৮০ র্যাংকিং পয়েন্ট বাড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ৪.৫৬ পয়েন্ট বাড়লেও অবস্থা ৫ নম্বরেই (অপরিবর্তিত)। এদিকে র্যাংকিংয়ে ১৮৩ থেকে বাংলাদেশ এখন ১৮৪ নম্বরে পিছিয়েছে।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) ঘোষিত তালিকায় বাংলাদেশ পিছিয়েছে এক ধাপ। মার্চে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ফিলিস্তিনের কাছে ৫-০ ও ১-০ গোলে হারের নেতিবাচক প্রভাবও পড়েছে। বাংলাদেশকে ২ ম্যাচ হারানো ফিলিস্তিনের অবস্থান ৪ ধাপ এগিয়ে ৯৭ থেকে এখন ৯৩ নম্বরে।
এছাড়া র্যাংকিংয়ে ইংল্যান্ডকে চারে নামিয়ে তিনে উঠেছে বেলজিয়াম। ফ্রান্স দ্বিতীয় স্থান ধরে রেখেছে। আগের মতোই ৮ ও ৯ নম্বরে আছে স্পেন ও ইতালি। নেদারল্যান্ডসকে সাতে নামিয়ে ৬ নম্বরে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
এশিয়ার দেশ ইন্দোনেশিয়া সদ্য ঘোষিত তালিকায় বড় লাফ দিয়েছে। ৮ ধাপ এগিয়ে ১৩৪ নম্বরে উঠেছে তারা। বড় অবনমন হওয়া দেশটিও এশিয়ার। ভিয়েতনাম ১০ ধাপ নেমে এখন ১১৫ নম্বরে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত শীর্ষে থাকলেও অবনমন হয়েছে ৪ ধাপ। ১১৭ থেকে তারা এখন ১২১ নম্বরে। মালদ্বীপ আগের মতো ১৬১ নম্বরে, নেপাল ৩ ধাপ নেমে ১৭৮ নম্বরে, ভুটান এক ধাপ নেমে ১৮৫ নম্বরে, পাকিস্তান আগের মতো ১৯৫ নম্বরে এবং শ্রীলঙ্কা ২০৪ নম্বরেই আছে।