জয়পুরহাটে আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং বিআরটিএ অফিসে দালাল চক্রের বিরুদ্ধে জয়পুরহাট জেলা প্রশাসন কর্তৃক র্যাব-৫ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫দালালকে আটক করে পাঁচদিনের কারাদণ্ড ও ৫০০/-করে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান র্যাব-৫ কোম্পানি কমান্ডার মেজর শেখ সাদিক এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় পাঁচ দালালকে আটক করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট জেলা বিআরটিএ অফিসের দালাল- রফিকুল ইসলাম ও রেজানুর রহমান সাজু এবং পাসপোর্ট অফিসের দালাল- আলম রশিদ, মাহতাব উদ্দিন ও মামুনুর রশিদ । এদের প্রত্যেকের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
দালাল চক্রের সদস্যরা সাধারণ সেবাপ্রার্থীদের নিকট সেবা পাইয়ে দেয়ার নামে অতিরিক্ত অর্থ আদায় করে হয়রানি করে আসছিল বলে জানা যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, “জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী স্যারের নির্দেশে র্যাব-৫ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুদিন ধরে অসাধু দালাল চক্রকে চিহ্নিত করা হয়। এরপর হাতেনাতে এই দালাল চক্রের সদস্যদের আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে এই শাস্তি আরোপ করা হয়েছে”।
মানুষের ভোগান্তি লাঘবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জয়পুরহাট জেলা প্রশাসন ও র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়।