ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রমজানে সিএনজি স্টেশন বন্ধের নতুন সময়সূচি প্রকাশ

রমজানে সিএনজি স্টেশন বন্ধের নতুন সময়সূচি প্রকাশ

পবিত্র রমজান মাসে সিএনজি স্টেশন বন্ধ রাখার নতুন সময়সূচি প্রকাশ করেছে সরকার। নতুন সময়সূচি অনুযায়ী রমজানের প্রথম দিন থেকে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

মঙ্গলবার (১২ মার্চ) এই সময়সূচি ঘোষণা করেছে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আগামী ৬ এপ্রিল পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।

আগে পিক আওয়ারে গ্যাসের স্বল্প চাপের সমস্যার পরিপ্রেক্ষিতে এতদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশনা ছিল।

নতুন নির্দেশনায় বলা হয়, ঈদে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সব সিএনজি স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। এর পর ১৯ এপ্রিল থেকে আবার আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

সংবাদটি শেয়ার করুন