রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে জাতীয় পাট দিবস পালিত

বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ। এ প্রতিপাদ্য কে সামনে রেখে নানা কর্মসূচিতে জাতীয় পাট দিবস-২০২৪ পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা পাট অধিদফতরের যৌথ উদ্যোগে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র‌্যালিতে অংশগ্রহণ করে আনুষ্ঠানিক ভাবে এ দিবসের কর্মসূচির উদ্বোধন করেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সবুর আলী ।

পরে সেখান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জয়পুরহাট সদর উপজেলা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পাট কর্মকর্তা শামছুল আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এতে অন্যান্যের মধ্যে রাজশাহী বিভাগীয় মুখ্য পাট পরিদর্শক মোহাম্মদ নাদিম আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  শ্রীপুরে হতদরিদ্র কৃষকদের সবজির বীজ বিতরণ

সংবাদটি শেয়ার করুন