ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে আর্থিক সাক্ষরতা দিবস পালিত

জয়পুরহাটে আর্থিক সাক্ষরতা দিবস পালিত

“দেশব্যাপী আর্থিক সাক্ষরতা ও শিক্ষায় সমৃদ্ধির পথে সবাই মিলে এগিয়ে যাই ” । – এ শ্লোগান নিয়ে জয়পুরহাটে আর্থিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।

সোমবার (আজ) বিকালে বেসরকারি ব্যাংক আইএফআইসি’র জয়পুরহাট শাখার আয়োজনে জয়পুরহাট সরকারি কলেজে মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ওই ব্যাংকের জয়পুরহাট শাখার ব্যবস্থাপক ইসমাইল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান, কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান গোলাম আজম,সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তৌফিকুর রহমান সরকার, কম্পিউটার কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ সুফিয়া সুলতানা প্রমুখ।

আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন