মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কাচ্চি ভাই ভবন ছিল অগ্নিচুল্লির মতো: ফায়ারের ডিজি

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই ভবনে একাধিক রেস্টুরেন্ট ছিল, ছিল সিলিন্ডারও। এজন্য ভবনটি ছিল অগ্নিচুল্লির মতো। যার জন্য দাও দাও করে আগুন ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সোয়া একটায় ঘটনাস্থলে ব্রিফিংয়ে এ কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দীন।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত তিনজকে নিহত, ৪২ জনকে অচেতন এবং ৭৫ জনকে জীবিত উদ্ধার করেছি। যারা মারা গিয়েছেন তারা আগুনে দগ্ধ না হয়ে অক্সিজেন স্বল্পতায় মারা যেতে পারেন।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

তিনি বলেন, আমাদের ১৩টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করে। এই মুহূর্তে উপর থেকে নিচ পর্যন্ত তল্লাশি চালাচ্ছি।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ট্রেন দুর্ঘটনায় দায়ী গেটম্যান-মাইক্রোচালক: তদন্ত প্রতিবেদন

সংবাদটি শেয়ার করুন