ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কালিয়াকৈরে অগ্নি নিরাপত্তা মহড়া

কালিয়াকৈরে অগ্নি নিরাপত্তা মহড়া

গাজীপুরের কালিয়াকৈরে থানা কম্পাউন্ডে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত মহড়া দিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার সকালে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ মহড়া দেয়।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ প্রতি বছর অগ্নি নিরাপত্তা সংক্রান্ত মহড়া দেওয়া হয়। এর ধারাবাহিকতায় বুধবার বেলা ১১টার দিকে থানা কম্পাউন্ডে এ মহড়া দেওয়া হয়েছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম অগ্নি নিরাপত্তা সংক্রান্ত মহড়া সম্পন্ন করে। কালিয়াকৈর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার রায়হান চৌধুরীর নেতৃত্বে এ মহড়া দেওয়া হয়। এসময় থানার অফিসার ও ফোর্স ওই মহড়ায় অংশগ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম, তদন্ত ওসি সাব্বির রহমান, ওসি অপারেশন যোবায়ের হোসেন, সেকেন্ড অফিসার আজিম হোসেনসহ থানার অন্যান্য অফিসারসহ সকল পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার রায়হান চৌধুরী জানান, ওই থানার প্রত্যেক সদস্যদের হাতে-কলমে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত মহড়া সম্পন্ন করা হয়। এর মাধ্যমে তারা নিজে ও পরিবারও সচেতন হবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, প্রতিবছরই আমরা অগ্নি নিরাপত্তা সংক্রান্ত মহড়া করে থাকি। এর ধারাবাহিকতায় থানায় এ মহড়া দেওয়া হয়েছে। তবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মহড়া দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন