স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার।এ প্রতিপাদ্য কে সামনে রেখে নানা কর্মসূচিতে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আনোয়ার পারভেজের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার মোহাম্মদ রায়হান , জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আলাউদ্দিন হোসেন ,জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী উম্মে রোমান খান জনি, জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান মিঠু, বাদশা ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী কমিশনার মিজানুর রহমান।
এ আলোচনা সভার শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসন ক্যাম্পাস প্রদক্ষিণ করে।