ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ পিচ ফেনসিডিলসহ মো: জাকির মিয়া নামে এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া জাকির মনিয়ন্দ ইউনিয়নের ঘাঘুটিয়া গ্রামের মৃত শিরু মিয়ার ছেলে। শনিবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য জানান।
পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে শুক্রবার মনিয়ন্দ ইউনিয়নের নোয়ামুড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় সে অভিনব কায়দায় ফেনসিডিল অন্যত্র নিয়ে যেতে রাস্তার এক পাশে কৌশলে দাঁড়িয়ে থাকে। পুলিশ দেখে সন্দেহ হলে হাতে থাকা ব্যাগ থেকে ৮০ পিচ ফেনসিডিলসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নূরে আলম বলেন মাদক বিরোধী অভিযানে ফেনসিডিলসহ এক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন আমাদের মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে যে কোন মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।