ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বার সহ ৩ চোরাকারবারী আটক

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতে পাচার চেষ্টাকালে ১০টি স্বর্ণের বার সহ রহিদুল ইসলাম (৪০), মঞ্জুর রহমান (৪২) ও ফরিদুল ইসলাম(৪৫) নামে ৩চোরাকারবারী কে আটক করেছে বিজিবি ।

আটক রহিদুল ইসলাম একই এলাকার আইজ উদ্দিনের ছেলে,মঞ্জুর রহমান মৃত মনির উদ্দিনের ছেলে ও ফরিদুল ইসলাম তফির উদ্দিনের ছেলে ।

বৃহস্পতিবার সকালে
জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি)উপ অধিনায়ক মেজর আফিক হাসান বিষয়টি নিশ্চিত করে
জানান, বুধবার (গতকাল) আনুমানিক বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনা অনুযায়ী, জেলার পাঁচবিবির হাটখোলা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার এনামুল হক খান নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/৪৭ থেকে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা গ্রামে (এলাকায় )অভিযান চালিয়ে তাদের আটক করে।

ওই সময় তাদের কাছ থেকে স্বর্ণের বার এবং ১টি মোটর সাইকেল, ৩টি মোবাইল ফোনসেট, ৫টি সীম কার্ড এবং বাংলাদেশী নগদ ৪৯হাজার ৩০টাকা জব্দ করা হয়। স্বর্ণসহ জব্দকৃত মোট মালামালের মূল্য ধরা হয়েছে ১কোটি ১২লাখ ৬হাজার ৪১৯ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন