ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিশুকে ধর্ষণের পরে হত্যা: ১৪ বছর পরে ৪ আসামির যাবজ্জীবন

শিশুকে ধর্ষণের পরে হত্যা ১৪ বছর পরে ৪ আসামির যাবজ্জীবন

সিলেটে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পরে হত্যার অপরাধে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত চারজন হলেন- আনোয়ার হোসেন, মো. খোকন, ফয়সল মিয়া ও মোহাম্মদ আনাই। তাদের মধ্যে আনোয়ার পলাতক। বাকি আসামিরা রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৯ সালের ১ এপ্রিল এই ঘটনা ঘটেছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় একাধিকবার তদন্তের পরে ট্রাইব্যুনাল আজ রায় ঘোষণা করেছেন। মামলার নথি অনুসারে, ওই শিশু হাওরে তার ভাইকে খুঁজতে বের হয়েছিল। সে সময় আসামিরা তাকে অপহরণ এবং ধর্ষণের পরে শ্বাসরোধ করে হত্যা করে।

সংবাদটি শেয়ার করুন