ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীদের সুখবর দিলো সৌদি আরব

ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীদের সুখবর দিলো সৌদি আরব

সৌদি আরব থেকে ছুটিতে দেশে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে কাজে যোগ দিতে পারেননি- এমন প্রবাসীরা এখন থেকে এক্সিট রি-এন্ট্রি ভিসার মেয়াদ পার হওয়ার পর যেকোনো সময় নতুন কাজের ভিসায় পুনরায় দেশটিতে প্রবেশ করতে পারবেন।

শনিবার (২০ জানুয়ারি) সৌদি আরবের সৌদির রিয়াদে থাকা বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যেসব প্রবাসী কর্মী সৌদিতে ফিরতে পারেননি তাদের ওপর থেকে তিন বছরের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি।

ফলে সেসব প্রবাসীকে এবার ৯০ দিন বা তার চেয়ে বেশি মেয়াদের পাসপোর্ট দেয়া হবে বলেও জানা গেছে। তবে এক্ষেত্রে আগের স্পন্সর বা কোম্পানির অধীনেই সৌদিতে প্রবেশ করতে হবে তাদের।

সংবাদটি শেয়ার করুন