জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ এর জেসিআই ঢাকা হেরিটেজ চ্যাপ্টার সম্প্রতি জেসিআই বাংলাদেশ অফিস বনানীতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় তাদের ‘নতুন কমিটি-২০২৪’ ঘোষণা করেছে। জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী বিভিন্ন পেশার উদ্যমী তরুণদের একটি আন্তর্জাতিক সংস্থা।
মোঃ মোস্তাফিজুর রহমান খান (রিমাজ) ২০২৪ সালের জন্য লোকাল প্রেসিডেন্ট (এলপি) নির্বাচিত হয়েছেন। তার নেতৃত্বে কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেনঃ
ফারাহনাজ ফিরোজ – লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এলইভিপি)
আহসানুল হক আদনান – লোকাল ভাইস প্রেসিডেন্ট
রাসেল আহমেদ – আইপিএলপি
গাজী সানী ইসনাইন – সেক্রেটারি জেনারেল
মোঃ তৌফিক ইমাম বিন সিদ্দিক – লোকাল ট্রেজারার
আলী আবদুল্লাহ – জেনারেল লিগ্যাল কাউন্সিলর
মোঃ শাহরুখ শহীদ – লোকাল ট্রেনিং কমিশনার
আহেলি দিলশান – লোকাল কমিটি চেয়ার, ইভেন্ট অ্যান্ড পিআর
মোঃ জয়নাল আবেদীন অর্ণব- লোকাল ডিরেক্টর
জুনাইদ হোসেন- লোকাল ডিরেক্টর
শেখ হাসান হায়দার শুভ – লোকাল ডিরেক্টর
সাবরিনা তাবাসসম মৌ- লোকাল ডিরেক্টর
মোঃ আব্দুল্লাহ আল আমিন – লোকাল অ্যাডভাইজর টু চ্যাপ্টার
ঢাকা হেরিটেজ চ্যাপ্টারের সদ্য সাবেক লোকাল প্রেসিডেন্ট (আইপিএলপি) রাসেল আহমেদ গত ক্যালেন্ডার বছরে বিভিন্ন ক্ষেত্রে নানা কার্যক্রম এবং সাংগঠনিক সক্ষমতার অংশগ্রহণের ভিত্তিতে নতুন বোর্ডের নির্বাচনের মানদণ্ড তুলে ধরেন।
নবনির্বাচিত লোকাল প্রেসিডেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান খান (রিমাজ) ২০২৪ সালে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রযুক্তি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখার ক্ষেত্রে জেসিআই ঢাকা হেরিটেজের অঙ্গীকারের কথা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ২০২৩ ন্যাশনাল প্রেসিডেন্ট মোঃ জিয়াউল হক ভূঁইয়া, জেসিআই ২০২৪ এর ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির, ২০২৩ ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আরিজ আফসার খান, ২০২৩ বিডিসি চেয়ারপারসন মোঃ ফজলে মুনিম এবং পিএলপি নাহিদা আক্তার।