ঢাকা | রবিবার
১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার মুরাদনগরে মসজিদের পুরাতন মালামাল নিলামে বিক্রি

নতুন করে মসজিদ নির্মাণের উদ্দেশ্যে কুমিল্লার মুরাদনগরে বর্তমানে অবস্থিত মসজিদটির পুরাতন ভবন ও মালামাল নিলামে বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে মসজিদ কমিটি।

আজ বুধবার (১০ জানুয়ারি) মসজিদ পরিচালনা ও নির্মাণ কমিটির সভাপতি জাকির হোসেন এ তথ্য জানান। 

মসজিদ নির্মাণ কমিটির সভাপতি জানান, ১৯৬০ এর দশকে নির্মিত কামাল্লা গ্রামের দক্ষিণ পশ্চিমপাড়ার বায়তুল আমান জামে মসজিদের পুরাতন ভবনটি ভেঙে নতুন পরিসরে নির্মাণের জন্য এই নিলামের আয়োজন করা হয়েছে। বর্তমান মসজিদটির আয়তন দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ ৩০ ফুট। মসজিদটি নতুনভাবে নির্মাণের কারণেই পুরাতন এ ভবনের সকল সামগ্রী ও বৈদ্যুতিক সরঞ্জামাদি বিক্রয় করা হবে এই নিলামের মাধ্যমে।

আগামী ১৯ জানুয়ারি দুপুর ২টায় জুমার পর এই নিলাম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মসজিদ কমিটি। নিলামে অংশগ্রহণকারী দরদাতাদের মসজিদ পরিচালনা কমিটির কাছে ২০ হাজার টাকা জমা দিয়ে নিলামে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ দরদাতাকে তিনদিনের মধ্যে সমুদয় টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় জামানত বাজেয়াপ্ত করা হবে বলে নিয়মে উল্লেখ করা হয়। এছাড়া সর্বোচ্চ করদাতাকে ২০ দিনের মধ্যে নিজ খরচে ভবনের ভিতসহ অন্যান্য সরঞ্জামাদিও সরিয়ে নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন