দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সোমবার (৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সিইসি। সিইসি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের সম্পূর্ণ তথ্য আমাদের হাতে এসেছে। এখন মোট ভোট পড়েছে ৪১.৮ শতাংশ। রবিবার (৭ জানুয়ারি) ভোট শেষে ইসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি জানিয়েছিলেন, সংসদ নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে। এর কিছু কম বা বেশিও হতে পারে।
শুরুতে জাপানের রাষ্ট্রদূতসহ একটি নির্বাচন পর্যবেক্ষক দল সিইসির সঙ্গে দেখা করে এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ধন্যবাদ জানায়।
এদিকে ভোটের দিন বিকাল ৩টায় ইসি সচিব ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানান, এরপর সাড়ে ৫টায় সেটা ৪০ শতাংশ বলে জানালো—এটা কীভাবে হলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, টোটাল ২৯৮টি আসনের রেজাল্ট যখন আসা শুরু করলো তখন ওটা যোগ করলে একটা যোগফল বের হয়, এটা কোনও কঠিন কাজ নয়। এই যোগফল একটা এক্সেলে ফেলে দিলে একটা পার্সেন্টেজ বের হয়ে আসে।
সিইসি আরও বলেন, যখন গতকাল ২টার সময় বলি, তখন এটা পুরোপুরি পার্সেন্টেজ না। আবার যখন ৪টায় সময় বলি তখনও এটা পুরোপুরি পার্সেন্টেজ না। তবে এখন সব রেজাল্ট আমাদের হাতে চলে আসছে। সেই রেজাল্টের ভিত্তিতে মোট ভোট পড়েছে ৪১.৮ শতাংশ।
ভোটার উপস্থিতি নিয়ে কারও যদি কোনও দ্বিধা থাকে তাহলে যে কেউ এটা চ্যালেঞ্জ করতে পারেন। কেউ যদি মনে করেন এটা বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে সেটা চ্যালেঞ্জ করলে আমরা তাকে স্বাগত জানাবো বলে জানান তিনি।