ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবকের আগে তামিমের সঙ্গে কথা বলবে তদন্ত কমিটি

সাকিবকের আগে তামিমের সঙ্গে কথা বলবে তদন্ত কমিটি

ওয়ানডে বিশ্বকাপ শুরুর প্রায় তিন মাস আগে চট্টগ্রামে আফগানিস্তানের ব্পিক্ষে সিরিজে প্রথম ওয়ানডের পরই জাতীয় দলের বাইরে চলে যান তামিম ইকবাল। যদিও বিশ্বকাপে তামিমের কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না তারপরও বিশ্বকাপ বিপর্যয়ের জন্য এনায়েত হোসেন সিরাজকে প্রধান করে যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি তামিমের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে।

গণমা্ধ্যমে এমন সংবাদ প্রকাশের পর খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তামিম তো দলেই ছিলেন না। বিশ্বকাপ ইস্যুতে তার সম্পৃক্ততাও নেই। তার সঙ্গে কথা বলা কেন? যদিও তদন্ত কমিটি প্রধান সিনিয়র বোর্ড কর্তা এনায়েত হোসেন সিরাজ আর দুই সদস্য মাহবুব আনাম এবং আকরাম খানের কেউই মুখ ফুটে এ কথা বলেননি যে, তারা তামিম ইকবালকে ডেকেছেন এবং দেশসেরা ওপেনারের সঙ্গে বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে কথা বলবেন। এনায়েত হোসেন সিরাজের ফোন বন্ধ। আর মাহবুব আনাম বুধবার সন্ধ্যায় জানান, যেহেতু সিরাজ ভাই (এনায়েত হোসেন সিরাজ) আমাদের তদন্ত কমিটির প্রধান, তাই তিনিই মূল সিদ্ধান্ত নেবেন। তবে আমরা যদি মনে করি কারও সাথে কথা বলা প্রয়োজন হয়, তাহলে কথা বলবো।

তবে জানা গেছে তামিম ইকবালের নাম উল্লেখ না করে মাহবুব জানান, আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি। কয়েকজনের সঙ্গে কথা বলা বাকি। তারা কারা? তার মধ্যে তামিম আছেন কি? সেটা পরিষ্কার না করলেও মাহবুব আনাম জানিয়েছেন, এর মধ্যে সাকিব আল হাসানের সঙ্গে কথা হয়নি তাদের। সাকিব জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত। এদিকে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, তামিমের সঙ্গে বসবে তদন্ত কমিটি। তামিম দেশে ছিলেন না। ব্যক্তিগত সফরে আরব আমিরাত গিয়েছিলেন। আজ ৩ জানুয়ারি তার দেশে ফেরার কথা। ফেরার পর তার সঙ্গে কথা বলবে তদন্ত কমিটি। এদিকে মাহবুব আনাম জানিয়েছেন, তারা কাজকর্ম অনেকটাই গুছিয়ে এনেছেন। বিসিবি পরিচালক পর্ষদের পরবর্তী সভার আগেই বোর্ডে রিপোর্ট জমা দেওয়া হবে।

আসন্ন ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পরে বিসিবির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। তদন্ত কমিটির কোনো সদস্য প্রকৃত কারণটা মুখ ফুটে না বললেও ভেতরের খবর, কমিটি মনে করছে জাতীয় দলের বিশ্বকাপ ব্যর্থতার সঙ্গে তামিম ইকবালেরও পরোক্ষ সম্পৃক্ততা আছে। এদিকে একটি নির্ভরযোগ্য সূত্রে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। সূত্র জানিয়েছে, শুধু নির্বাচনী প্রচার কাজে ব্যস্ততার কারণেই যে সাকিবের সাথে তদন্ত কমিটি কথা বলেনি, তা নয়। আসলে তদন্ত কমিটি চাচ্ছে আগে তামিম ইকবালের সঙ্গে কথা বলে নিতে। তারপর তামিমের কথাবার্তার আলোকে সাকিবের সঙ্গে কথা বলা হবে এবং তার মতামত জানতে চাওয়া হবে। তামিম ইস্যুতে সাকিবকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম খেলা শেষে তামিম চট্টগ্রামে হঠাৎ অবসরের ঘোষণা দেন। জানা গেছে, তদন্ত কমিটি তামিমের হঠাৎ করে অবসরের ঘোষণা দিয়ে বসার কারণও জানতে চাইবে। তামিমের অবসরের সঙ্গে সাকিব ও অন্য কারও সম্পৃক্ততা ছিল কি না, বিশ্বকাপ দলে এই ওপেনারের না থাকায় তার কোনো ভূমিকা ছিল কি না? সেটাও খুঁটিয়ে দেখতে চাচ্ছে তদন্ত কমিটি।

সংবাদটি শেয়ার করুন