ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে আইনজীবীদের আদালত বর্জনের ঘোষণা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটে আইনজীবীদের আদালত বর্জনের ঘোষণা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবীদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘গণতন্ত্র ও আইনের শাসন পূর্ণ প্রতিষ্ঠা বিচারের নামে অবিচার বন্ধের প্রতিবাদ’ জানিয়ে সপ্তাহব্যাপী আদালত বর্জন কর্মসূচি পালন শুরু হয়েছে।

সোমবার (০১ জানুয়ারি) আদালত বর্জন কর্মসূচির ঘোষণা দিয়ে দুপুরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে জয়পুরহাট জেলা বার ভবন প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে আইনজীবী বক্তারা বলেন, ‘আগামী ৭জানুয়ারি ২০২৪ নির্বাচন একটা প্রহসনের নির্বাচন, এ নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন না, ভোট দিতে গেলেই ফাঁদে পড়ে যাবেন। যে মার্কাতেই ভোট দিবেন সে মার্কাই শেখ হাসিনার মার্কা বলে উল্লেখ করেন তারা।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোঃ ছালামত আলীর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানুর রহমান শাহিন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়পুরহাট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এ.টি.এম মিজানুর রহমান,সহ-সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চপল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হেনা কবির, জুনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.কে.এম আবু সুফিয়ান পলাশ,দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোঃ আনিছুর রহমান, জামাতপন্থী আইনজীবীনেতা আব্দুল মোমিন ফকির সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে আদালত চত্বরে আগত বিচারপ্রার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন