জয়পুরহাটে সদর উপজেলার নির্বাচনী ভোট গ্রহণ কর্মকর্তাদের ৪দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার সকালে জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম ও উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান উপস্থিত ছিলেন।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত ৪দিনের এ প্রশিক্ষণের প্রথম দিনের প্রশিক্ষণে- মোট ৪৩২জন ভোটগ্রহণ কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এদের মধ্যে ১২২জন সহকারী প্রিজাইডিং ও ৩১০জন পোলিং অফিসার।
উল্লেখ্য, এ উপজেলায় ৪দিনের প্রশিক্ষণ কার্যক্রমে পৃথক ৪ব্যাচে মোট ১হাজার ৮২৬জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার অংশগ্রহণ করবেন।