প্রবাসীর কল্যাণ মর্যাদা-আমাদের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জয়পুরহাটে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে জয়পুরহাট জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর।
সভার শুরুতে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষিত বেকার যুবকদের বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনশক্তি গড়ে তোলা ও কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে প্রেরণের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করে স্বাগত বক্তব্য রাখেন- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ মোশাররফ হোসেন ।
পরে দিবসের প্রতিপাদ্যের ওপর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ আবু সৈয়দ মোঃ রেজাউল করিম খন্দকার, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক আ.ন.ম গোলাম হাবীব ও আরডিআরএস – বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা মোঃ তুহিন ইসলাম।
অনুষ্ঠানের শেষ পর্বে জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীকে সম্মাননা প্রদান করা হয়।
সভায় যুবকদের চাকরির উদ্দেশ্যে বিদেশে যাওয়ার পূর্বে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে সরকারি ভাবে বিদেশে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। লোভনীয় বেশি বেতন ও ভালো চাকরির প্রলোভনে দালাল বা অসাধু চক্রের প্ররোচনায় কেউ যাতে বিদেশে গিয়ে নিজের জীবন ও পরিবারের সদস্যদের সর্বনাশ ডেকে না আনেন- সে ব্যাপারে সতর্ক ও সচেতন করে দেন বক্তারা।