গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিজিবি মোতায়েন শুরু করেছে। তারা নির্বাচনের পরদিন (৮ জানুয়ারী) পর্যন্ত দায়িত্ব পালন করবেন। গাজীপুরে বিজিবি-৬৩ ব্যাটালিয়নের সিইও লে: কর্ণেল রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কমিশনার মাহবুব আলম জানান, নির্বাচন উপলক্ষে ৫ জানুয়ারী থেকে আড়াই হাজারের মতো পুলিশ মাঠে নেমে তাদের দায়িত্ব পালন করবেন।
বিজিবি-৬৩ ব্যাটালিয়নের সিইও লে: কর্ণেল রফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরে নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন শুরু করেছে। আরো ২ প্লাটুন বিজিবি রিজার্ভ রাখা হয়েছে। প্রয়োজনে তাদেরকেও নামানো হবে। তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম জানান, আগামী ৬ জানুয়ারী থেকে নির্বাচন উপলক্ষে ১২’শ পুলিশ মোতায়েন করা হবে।
র্যাব-১- গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইয়াসির আরাফাত হোসেন জানান, গাজীপুরের পাঁচটি নির্বাচনী আসনের প্রত্যেকটিতে ১৬ জন করে মোট ৮০ জন র্যাব সদস্য মোবাইল ফোর্স এবং স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে কাজ করবে।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স গঠন করা হবে এবং তারা জেলার পাঁচটি নির্বাচনী এলাকায় ভাগ হয়ে দায়িত্ব পালন করবেন।