ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহজালালের কার্যক্রম ৬ ঘন্টা পর চালু

টানা ৬ ঘন্টা বন্ধ থাকার পর ‍আবারও চালু হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ওঠানামা। শৈত্য প্রবাহের প্রভাবে আকাশ পথ ‍পরিষ্কার না থাকায় বিমানবন্দরে বিমানের ওঠানামা বন্ধ রাখা হয়েছিল। কিন্তু আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ৯টা থেকে আবারও সচল হয়েছে বিমানের ওঠানামা।

কুয়াশার কারণে বাংলাদেশ বিমানের কুয়ালালামপুর ও দুবাই থেকে আসা দুটি ফ্লাইট রানওয়ে দেখা না যাওয়ার কারণে ফেরত গিয়ে কলকাতা বিমানবন্দরে অবস্থান করে। এমিরেটস এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের দুটি ফ্লাইট একই কারণে ছাড়তে পারেনি। এরমধ্যে আরও রয়েছে নভোএয়ারের চারটি এবং  ইউএস বাংলার তিনটি ফ্লাইট।

এই ব্যাপারে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-পরিচালক ওয়াহিদুর রহমান বলেন, আকাশ পথের ভিজিবিলিটি ৫০ থেকে ১শ’ মিটারে নেমে আসার কারণে বিমান ওঠানামা বন্ধ ছিল। তবে  কুয়াশা কেটে গেলে সকাল খেকে  আবার বিমানবন্দরের কার্যক্রম চালু হয়।

আনন্দবাজার/এইচ.এস.কে

সংবাদটি শেয়ার করুন