ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

জয়পুরহাটে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুরে পৃথক ঘটনায় ১ শিশু সহ ৩ জনের প্রাণহানি (মৃত্যু) ঘটেছে। বুধবার আক্কেলপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ সব ঘটনা ঘটে।

নিহতরা হলেন আক্কেলপুর উপজেলার ভিকনী গ্রামের আইয়ুর আলীর স্ত্রী সুমি খাতুন (২৮), অনন্তপুর গ্রামের খাজামুদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৫২) ও রায়কালী ইউনিয়নের গুডুম্বা গ্রামের মুক্তার হোসেনের দু’বছরের ছেলে আমির হামজা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার উপজেলার ভিকনী গ্রামে পরকীয়ার জেরে স্বামী-স্ত্রীর মধ্যে সৃষ্ট কলহের জেরে আইয়ুর আলীর স্ত্রী সুমি খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।বুধবার সকালে পুলিশ সুমির মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্ত্রীর আত্মহত্যার ঘটনায় সুমির স্বামী আইয়ুব আলীও আত্মহত্যার চেষ্টায় কীটনাশক পান করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে আশঙ্কা জনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে একই দিন বুধবার সকাল সাড়ে ১০টায় একই উপজেলার অনন্তপুর গ্রামের জাহিদুল ইসলাম (২৭) নামে এক যুবক একটি ব্যাটারি চালিত রিক্সাভ্যানে করে অন্যদের সাথে আক্কেলপুর বাজারে যাবার পথে ওই রিক্সাভ্যানের মাঝখানের লোহার দন্ড ভেঙ্গে সৃষ্ট দুর্ঘটনায় জাহিদুলের কোমরের কাছের মেরুদন্ড ভেঙ্গে যায়। এ সময় স্থানীয়রা আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ছাড়া উপজেলার রায়কালী ইউনিয়নের গুডম্বা গ্রামে মুক্তার হোসেনের দু’বছর বয়সের ছেলে শিশু আমির হামজা পুকুরের পানিতে ডুবে মারা গেছে। তার মৃত্যুর বিষয়টি রায়কালী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মন্ডল নিশ্চিত করেছেন ।

সংবাদটি শেয়ার করুন