ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচবিবিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বুধবার সকালে পাঁচবিবি ডিগ্রী কলেজে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন- জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন – পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম।

৪দিনের এ প্রশিক্ষণ কার্যক্রমে মোট ১৩জন প্রশিক্ষক এবং ১হাজার ৫৯৪জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার অংশগ্রহণ করছেন। এর মধ্যে
বুধবার ৫০০ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার অংশগ্রহণ করছেন।

গতকাল মঙ্গলবার এ প্রশিক্ষণের প্রথম ব্যাচে প্রথম দিনে ৪৫০জন সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার এ প্রশিক্ষণে অংশ নেন।

উল্লেখ্য,আগামী ২৯ডিসেম্বর শুক্রবার বিকেলে ৪দিনের এ প্রশিক্ষণ শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন