ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচবিবিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে ১হাজার ৫৯৪জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ৪দিনব্যাপী (২৬-২৯ডিসে:) প্রশিক্ষণ শুরু হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে মঙ্গলবার সকালে পাঁচবিবি ডিগ্রী কলেজে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা।

উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম এবং প্রশিক্ষক-প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

৪দিনের এ প্রশিক্ষণ কার্যক্রমে মোট ১৩জন প্রশিক্ষক এবং ১হাজার ৫৯৪জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার অংশগ্রহণ করছেন। এর মধ্যে মঙ্গলবার প্রশিক্ষণের প্রথম দিনে ৪৫০জন সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার এ প্রশিক্ষণে অংশ নেন।

উল্লেখ্য,আগামী ২৯ডিসেম্বর শুক্রবার বিকেলে ৪দিনের এ প্রশিক্ষণ শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন