ঢাকা | মঙ্গলবার
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুরে রেল লাইনের ওপর বসে রোদ পোহানোর সময় ট্রেনে কাটা পড়ে নিতাই আগরওয়ালা (৫১) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে আক্কেলপুর রেল স্টেশনের অদূরে রেলগেট এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত আগরওয়ালা জেলার আক্কেলপুর পৌর শহরের পুরাতন বাজার মহল্লার মৃত হীরালাল আগরওয়ালার ছেলে। তিনি ‘ অবিবাহিত ও মাদকাসক্ত ছিলেন বলে জানান তার পরিবারের সদস্যরা ।’

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হালকা শীতে উল্লেখিত এলাকায় রেললাইনের ওপর বসে নিতাই আগরওয়ালা মিষ্টি রোদ পোহাচ্ছিলেন। ওই সময় চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনটি রেলগেট এলাকায় চলে এলে শব্দ শুনে নিতাই তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ব্যর্থ হলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয় ।

এ ব্যাপারে বগুড়ার সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, ‘ জয়পুরহাটের আক্কেলপুর রেলগেট এলাকায় রকেট মেইল ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা আর মরদেহ (লাশ) দাহ করার জন্য নিয়ে গেছে।’

সংবাদটি শেয়ার করুন