চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশির সিমস প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালি ও আলোচনা সভার উদ্বোধন করেন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইশতিয়াক ইমন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল হক, বরুমচড়া ইউনিয়ন চেয়ারম্যান শামসুল ইসলাম।
উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে প্রত্যাশী আনোয়ারা সদর শাখা ব্যবস্থাপক আব্দুস সালামসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, লোকাল লিডার, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।